আগুনে পুড়ে ছাই সচিবালয়ের ৫ মন্ত্রণালয়, বিকল্প অফিস কোথায় হবে?

২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
সচিবালয়ে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের জন্য সরকার খুঁজছে বিকল্প অফিস

সচিবালয়ে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের জন্য সরকার খুঁজছে বিকল্প অফিস © সংগৃহীত

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় পাঁচটি মন্ত্রণালয় নানা কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বিশেষ করে নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে কয়লা গেছে। দেয়াল ও মেঝেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয় সংশ্লিষ্টরা বলছেন, পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের আসবাবপত্র আর ব্যবহারযোগ্য নয়। কার্যালয়গুলোয় আপাতত কাজ চালিয়ে নেওয়াও সম্ভব নয়। এ অবস্থায় ৫ মন্ত্রণালয়ের জন্য বিকল্প অফিস খুঁজছে সরকার। তবে কোথায় হবে বিকল্প অফিস, তা এখনো ঠিক হয়নি।

বুধবার (২৫ ডিসেম্বর) ছিল বড়দিনের ছুটি। এ দিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে ৭ নম্বর ভবনে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাব। দেয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নথিপত্র পুড়ে যাওয়ায় কাজের ক্ষেত্রে বড় রকমের অসুবিধা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই। ফলে অন্য কোনো জায়গায় অফিস খোঁজা হচ্ছে। তবে কোথায় হবে অফিস, এখনও তা ঠিক করা হয়নি।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ কে এম তারিকুল আলম বলেন, অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় করা যায় কি না, তা নিয়ে তারা চিন্তাভাবনা করছেন।

অতিরিক্ত সচিব যখন কথা বলছিলেন, তখন তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই অবস্থান করছিলেন। প্রসঙ্গত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠান।

স্থানীয় সরকার বিভাগের সূত্রমতে, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী সময়ের জন্য অফিসের বিষয়টি ঠিক করা হবে।

আগামী রবিবার যথারীতি সচিবালয় খোলা থাকবে। তবে ওই পাঁচ মন্ত্রণালয়ের কাজকর্ম সেখানে হবে না।  এ অবস্থায় দুয়েকদিনের মধ্যে বিকল্প অফিস খুঁজতে হবে সরকারকে।

সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপিকে চান ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬, অন্যদের কত?
  • ১২ জানুয়ারি ২০২৬
জোটের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9