এমপিও নীতিমালা নিয়ে কমিটির বৈঠক মঙ্গলবার

এমপিও নীতিমালা নিয়ে কমিটির বৈঠক মঙ্গলবার
এমপিও নীতিমালা নিয়ে কমিটির বৈঠক মঙ্গলবার  © ফাইল ছবি

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রণীত তিনটি এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে সামঞ্জস্য আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে তিন এমপিও নীতিমালায় সামঞ্জস্যতা আনার কার্যক্রম শুরু হয়েছে। এর আগেও কয়েক দফায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল।

মঙ্গলবারের সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রণালয়, শিক্ষার তিন অধিদপ্তর, এনটিআরসিএ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে।

নোটিশে মন্ত্রণালয় জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণয়ন করা বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালাগুলোর মধ্যে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে ২৩ মে (মঙ্গলবার) সকালে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অতিরিক্ত সচিবের কক্ষে সভা অনুষ্ঠিত হবে। 

সভায় অংশ নেওয়ার জন্য, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বা তার প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, এনটিআরসিএর চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ও বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপ-সচিব এবং শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালককে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। 


সর্বশেষ সংবাদ