গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ভিডিওটি আগের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০১:৫৪ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ০২:৪৯ AM
‘উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক শিরোনামে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরকম কিছু ভিডিও দেখুন এখানে ও এখানে।
রাত ১২টার পর ফাঁকা ক্যাম্পাস। টিডিসি ছবি
শনিবার রাত ১২টার দিকে সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, টিএসসি এলাকা, শাহবাগ কিংবা রাজু ভাস্কর্যের সামনে এ ধরনের কোনো আন্দোলনকারীকে জড়ো হতে দেখা যায়নি।
রাত ১২টার পর ফাঁকা ক্যাম্পাস। টিডিসি ছবি
দ্যা ডেইলি ক্যাম্পাসের ঢাবি প্রতিনিধি জুবায়ের হোসাইন জানান, এ ধরনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতে আমি টিএসসি ও শাহবাগ এলাকা ঘুরতে যায়। তবে এ ধরনের কোনো কর্মসূচি দেখতে পায়নি। ক্যাম্পাসের এসব জায়গা সেসময় ফাঁকা ছিল বলেও তিনি জানান।
এদিকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ-শহীদ মিনার ও টিএসসিতে কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি। শাহবাগ দিয়ে সীমিত পরিসরে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিকশা ও মোটরসাইকেল ছাড়া অন্য তেমন কোনো যানবাহন দেখা যায়নি। রাত ১১টায় শাহবাগ থানার সামনে ১৫-২০ জন পুলিশ সদস্যকে রাস্তার ওপর চেয়ারে বসে ঘুমাতে দেখা যায়।
তাছাড়া শাহবাগ-শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দেওয়াল ও মেট্রোরেলের পিলারে সরকার বিরোধী বিভিন্ন গ্রাফিতি ও দেয়াল লিখন দেখা গেছে।