বেবিটিউবের কন্টেন্ট পার্টনার হিসেবে যুক্ত হলো ‘হেলথ বন্ধু’

চুক্তি সাক্ষর করছেন
চুক্তি সাক্ষর করছেন   © টিডিসি ফটো

দেশের শিশু-কিশোরদের একমাত্র নিরাপদ ভিডিও শেয়ারিং সাইড বেবিটিউবের নতুন কন্টেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘হেলথ বন্ধু’।

দেশে চিকিৎসা পরামর্শের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ‘হেলথ বন্ধু’ বেশ জনপ্রিয়। তাদের কন্টেন্ট গুলো এখন থেকে বেবিটিউব ব্যবহারকারীগণ, বেবিটিউবে পাবেন বলে জানিয়েছেন বেবিটিউবের প্রতিষ্ঠিতা শামীম আশরাফ। তিনি বলেন, শিশু-কিশোরদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে ভিডিও কন্টেন্ট এবং ডাক্তারদের পরামর্শ এখন থেকে বেবিটিউব পাওয়া যাবে।

আরও পড়ুন: চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল না মিমের

সোমবার (৪ এপ্রিল) হেলথ বন্ধু’র সাথে আনুষ্ঠানিক ভাবে এ চুক্তি সম্পন্ন করে বেবিটিউব। এসময় বেবিটিউবের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শামীম আশরাফ এবং হেলথ বন্ধু’র পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাফিজুল ইসলাম।


সর্বশেষ সংবাদ