রাশিয়ায় মাইক্রোসফটের পণ্য বিক্রি স্থগিত

মাইক্রোসফট
মাইক্রোসফট   © ফাইল ফটো

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট এবার রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত করেছে।

এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানই নয়, অ্যাপলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত করেছে।

প্রতিবেদনে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের বরাত দিয়ে জানানো হয়েছে, ইউক্রেনে কর্মরত কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মাইক্রোসফট। যেকোনো সহায়তা দেওয়ার জন্য তাদের সঙ্গে সব সময় যোগাযোগ করা হচ্ছে।

তবে বর্তমানে রাশিয়ায় যে সকল গ্রাহক মাইক্রোসফটের সাবস্ক্রিপশন পরিষেবা ব্যবহার করছেন তাদের ব্যাপারে প্রতিষ্ঠানটি স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

এর আগে, ইউক্রেন আক্রমণের তৃতীয় দিনে টুইটারের অ্যাক্সেস বন্ধ করে দেয় রাশিয়া। রাশিয়ানরা এখনও ভিপিএন সংযোগ ব্যবহার করে টুইটারের নাগাল পেলেও সরাসরি সংযোগ মিলছে না বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ।

আরও পড়ুন: মাদরাসা ও কারিগরি বোর্ডে আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা

রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুকও নিষিদ্ধ ঘোষণা করে রাশিয়া। শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর দেশটিতে এই পরিষেবাগুলো নিষিদ্ধ করে দেয়।

এদিকে, ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে, তবে দেশটিতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!