মোবাইল সেবা প্রতিষ্ঠান রবির সাথে মাস্টারকার্ডের চুক্তিসই

২৮ এপ্রিল ২০১৯, ০৬:৪২ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান গুলোর নেতৃবৃন্দ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান গুলোর নেতৃবৃন্দ © টিডিসি ফটো

দেশে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবির কর্পোরেট অফিসে কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে উভয় কোম্পানি সম্ভাবনার নতুন পথ তৈরি করতে সম্প্রতি এ কৌশলগত চুক্তি স্বাক্ষর করা হয়।

রবিবার সন্ধ্যায় রবির অফিসিয়াল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, এম-মানির ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান এবং মাস্টারকার্ডের ডিরেক্টর জাকিয়া সুলতানা লাবণী উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত চুক্তি সম্পর্কে প্রতিষ্ঠানদ্বয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, সেবার মানকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে আমাদের এ উদ্যোগ কাজ করবে। বিশেষ করে মোবাইল ফোন অপারেটর রবির এজন্য এমন উদ্যোগ অবশ্যই মাইলফলক।

মাস্টারকার্ড সম্পর্কে:
বৈশ্বিক মূল্য পরিশোধ শিল্পে মাস্টারকার্ড (িি.িসধংঃবৎপধৎফ.পড়স) একটি অন্যতম প্রযুক্তি কোম্পানি। বিশ্বের ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে দ্রুত ও নিশ্চিত উপায়ে মূল্য পরিশোধ সেবা প্রদান করতে ভোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, সরকারী ও ব্যবসা প্রতিষ্ঠানকে সংযুক্ত করে কোম্পানিটি। মাস্টারকার্ডের পণ্য ও সেবা দৈনন্দিন বাণিজ্যিক কর্মকান্ডে যেমন: কেনাকাটা, ভ্রমণ, ব্যবসা ও আর্থিক লেনদেনের বিষয়টিকে আরো সহজ, নিরাপদ ও কার্যকর করে তুলেছে।

রবি সম্পর্কে:
এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের (মালয়েশিয়া) একটি কোম্পানি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেয়ার জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। রবিতে ভারতী এয়ারটেল এবং এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের আংশিক মালিকানা রয়েছে।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬