লাইভ স্ট্রিমিংয়ে কঠোর হচ্ছে ফেসবুক

৩০ মার্চ ২০১৯, ১১:১৩ AM

© সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ হামলা ও তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কেউ কেউ ফেসবুকের লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার সেবা বন্ধ করারও দাবি করেছেন। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে ফেসবুক। ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে বেশ কঠোর হচ্ছে এবং কিছু নিয়ম জারি করেছে।

ফেসবুকে লাইভ স্ট্রিমিং করার সময় যারা নিয়ম ভাঙেন এবং এ বিষয়ে যারা অভিযুক্ত হন, তাদের লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে পরবর্তীতে সীমাবদ্ধতা আসবে। এমনকি লাইভ স্ট্রিমিং কে বা কারা করতে পারবে এ বিষয়েও নিয়ন্ত্রণ রাখবে ফেসবুক কর্তৃপক্ষ।

শুক্রবার ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, কমিউনিটি স্ট্যান্ডার্ড বা কমিউনিটির নীতিমালা ভিত্তি করে লাইভ স্ট্রিমিং কে বা কারা করতে পারবে এ বিষয়ে বিধিনিষেধের বিষয়টি ঠিক করা হচ্ছে। ফেসবুক নীতিমালা মোতাবেক, এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম সমর্থন দেয়া হয় না। এদিকে তাদের এই প্ল্যাটফর্মে বিভিন্ন ঘৃণিত বক্তব্য রোধে হিমশিম খাচ্ছে তারা। ইতিপূর্বে ফেসবুক লাইভ স্ট্রিমিং ফিচার ব্যবহার করে আত্মহত্যা, খুন ও সহিংসতা ছড়ানোর মতো কাজও হয়েছে।

ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের সবচেয়ে কুৎসিত দিকটি ১৫ মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে হামলার সময় সবার নজরে আসে। এক শ্বেতাঙ্গ বন্দুকধারী গুলি করে ৫০ জনকে হত্যার ঘটনা সরাসরি সম্প্রচার করে ফেসবুকে। ভিডিওটি ফেসবুক সরিয়ে ফেলার আগেই তা ব্যাপকভাবে ছড়িয়ে যায়।

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ওই ঘটনার পর ৯০০ ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে।

শেরিল স্যান্ডবার্গ বলেছেন, তাঁরা প্রযুক্তিগত উন্নতির চেষ্টা করছেন, যাতে সম্পাদনা করা ভিডিওগুলো সহজে ধরা যায়। এ ছাড়া সহিংস ঘটনাগুলো ছড়িয়ে পড়া ও আবার শেয়ার ঠেকানোর প্রযুক্তি নিয়ে কাজ করছেন তাঁরা। ফেসবুকের ২৩২ কোটি ব্যবহারকারীর কাছে সহিংস কনটেন্ট পৌঁছানো ঠেকাতে ব্যবহারকারীর ফ্ল্যাগ দেখানোর ওপর নির্ভর করে। এখন ফ্ল্যাগ দেখানোর পর্যালোচনার প্রক্রিয়া উন্নত করা হয়েছে। এতে দ্রুত সাড়া পাওয়া যাবে। নিউজিল্যান্ডের সহিংস ঘটনাটি মূলত মানুষের বেশি শেয়ার করা। এর সম্পাদনা করা সংস্করণের কারণে ফেসবুকের সিস্টেমের জন্য ধরা কঠিন হয়ে যায়।

ফেসবুক ঘৃণিত বক্তব্য ছড়ানো ঠেকাতে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। চলতি সপ্তাহে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ফেসবুক প্ল্যাটফর্মে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬