পাবজি খেলার অপরাধে ভারতে ১০ শিক্ষার্থী গ্রেফতার

১৫ মার্চ ২০১৯, ০৫:২৩ PM

© ফাইল ফটো

ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় গেম পাবজি। সম্প্রতি গেমটিকে ‘ঘরে ঘরে শয়তান’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী। এবার এই গেম খেলার ‘অপরাধে’ ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। বার্তা সংস্থা এএফপি‘র খবর।

এএফপি জানিয়েছে, বুধবার পশ্চিম গুজরাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গত সপ্তাহে গেমটি খেলার বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। তাদের মতে, এই গেমে আসক্তদের ‘আচার-আচরণ এবং কথাবার্তায়’ গেমের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি জানায়, ওইদিনই গ্রেফতারের পর তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়। আরেক পুলিশ কর্মকর্তা রোহিত রাভাল ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গেমটি প্রচণ্ড আসক্তিপূর্ণ এবং অভিযুক্তরা ওই খেলায় খুবই নিমগ্ন হয়ে পড়েছিল।

উল্লেখ্য, বিখ্যাত বই এবং মুভি সিরিজ ‘দ্য হাঙ্গার গেমস’ এর আদলে নির্মিত ‘পাবজি’ গেমটি ফ্রি-তেও ডাউনলোড করা যায় এবং গেমে অংশ নেওয়া খেলোয়াড়রা পরস্পরের বিরুদ্ধে ভার্চুয়ালি মরণ-খেলায় মেতে ওঠেন।

বিশ্বজুড়ে ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড হওয়া গেমটি এখন পর্যন্ত কেবল ভারতের গুজরাটেই নিষিদ্ধ করা হয়েছে। অভিভাবক ও শিক্ষকরা মনে করেন, গেমটি হিংস্রতার প্ররোচণা দেয় এবং পড়াশোনা থেকে শিক্ষার্থীদের দূরে সরিয়ে রাখে।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬