কোটা আন্দোলনের নেতা ফারুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

১৫ মার্চ ২০১৯, ০৩:৪৭ PM
ফারুক হাসান

ফারুক হাসান © ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ’র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে তার ফেসবুক আইডি হ্যাক হয় বলে জানান তিনি।

জানা যায়, শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে শেষ বারের মত তার ফেসবুক আইডিতে প্রবেশ করেছিলেন তিনি। জুম্মার নামাজের পরে তিনি ফেসবুক আইডিতে প্রবেশ করতে চাইলে তিনি প্রবেশ করতে পারেননি। পরে তিনি বুঝতে পারেন তার আইডি হ্যাক হয়েছে। তিনি শুকবার বিকালে থানায় জিডি করবেন বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ফারুক হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার আইডি হ্যাক হয়েছে। যারা আমার ভাল চায় না, যারা আমার ক্ষতি সাধন করতে চায়, তারা চক্রান্ত করে আমার আইডি হ্যাক করেছে। এভাবে, চক্রান্ত করে আমাকে থামাতে পারবে না।

তিনি আরো বলেন, আমি সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই— ‘তারা যেন বিভ্রান্ত না হয়। আমার নামে অনেক আইডি খোলা হচ্ছে।’ সাধারণ ছাত্ররা যাতে এ ব্যাপারে সাবধান থাকে সেজন্য তিনি সর্তক করে দেন।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬