ঢাবিতে সাইবার অপরাধ সচেতনতা বিষয়ক সেমিনার

১০ মার্চ ২০১৯, ০২:১৯ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সার্বিক ব্যবস্থাপনায় এবং সাইবার ক্রাইম এওয়ারনেস ফাউন্ডেশনের অর্থায়নে সাইবার অপরাধ বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার মিলেনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘সাইবার অপরাধ এ যুগের একটি উল্লেখযোগ্য সমস্যা। এটি প্রতিরোধে ব্যক্তি সচেতনতা সব থেকে বড় ভূমিকা রাখতে পারে। ব্যক্তি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইবার ক্রাইম এওয়ারনেস ফাউন্ডেশনের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’

সাইবার ক্রাইম এওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হই আমাদের খুব কাছের মানুষদের দ্বারা। তাই আজ আপনারা এখানে যারা এসেছেন  তারা নিজেরা সাইবার অপরাধ বিষয়ে সচেতন হবেন এবং বাকিদের মধ্যেও এই সচেতনতা ছড়িয়ে দিবেন বলে আশা করি।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি সাইফুল্লাহ সাদেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি রাগীব রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইবার নিরাপত্তা গবেষক মেহেদি হাসান ও মঞ্জুরুল ইসলাম মিতুল। অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬