সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশে রওনা দিল ইলন মাস্কের স্পেসএক্স

ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান
ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান  © সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তার সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশের উদ্দেশে শনিবার (১৫ মার্চ) ভোরে রওনা দিল ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান। নাসা ও মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে ক্রু-১০ অভিযানের উৎক্ষেপণের কথা ছিল গত বৃহস্পতিবার। কিন্তু হাইড্রলিক সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় তা পিছিয়ে যায়। অবশেষে আজ শনিবার (১৫ মার্চ) ভোরে উৎক্ষেপণ হলো।

আজ ভোরে যুক্তরাষ্ট্রে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির সফল উৎক্ষেপণ হয়েছে। ওই মহাকাশযানে আরও চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন। তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন।

নাসা ও মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে ক্রু-১০-এর উৎক্ষেপণ হল। বৃহস্পতিবার এই মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু সাময়িক সমস্যার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে শনিবার মাস্কের স্পেসক্র্যাফ্‌ট নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিল ফ্যালকন ৯ রকেট।

আরও পড়ুন: আবরার হত্যা: আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় কাল

উৎক্ষেপণকালে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ছিল সন্ধ্যা ৭টা ৩ মিনিট। নাসা সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছে। ধারণা করা হচ্ছে, ক্রু-১০ সুনীতাদের নিয়ে ফিরবে ১৯ মার্চের পর।

এ অভিযানে মহাকাশে গেলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

বৃহস্পতিবার এই যানের হাইড্রলিক সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে অভিযানের সময় পিছিয়ে যায়।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতার নেতৃত্বে গুলি করে সমন্বয়কের বাবাকে হত্যা

গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ। আট দিন পরই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নাসা সিদ্ধান্ত নেয়, ওই মহাকাশযানে সুনীতারা ফিরবেন না। তা খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। 

মহাকাশে আটকে পড়েন সুনীতা ও বুচ। তাদের আটদিনের মহাকাশ সফর ৯ মাসে দীর্ঘায়িত হয়েছে। তবে অবশেষে তারা ফিরতে যাচ্ছেন। ক্রু-১০ আইএসএস-এ পৌঁছোনোর কিছু দিনের মধ্যেই সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence