সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়ছে নাসার মহাকাশযান

পার্কার সোলার প্রোব
পার্কার সোলার প্রোব  © উইকিপিডিয়া

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি মহাকাশযান সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়তে যাচ্ছে। ‘পার্কার সোলার প্রোব’ নামের এই মহাকাশযান সূর্যের বাইরের বায়ুমন্ডলে প্রবেশ করতে চলেছে। প্রোবটি থেকে সংকেত পেতে বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলেন বিজ্ঞানীরা। অবশেষে পাওয়া গেল সেই বহু প্রতিক্ষীত সংকেত। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাত ৫টার আগে পার্কার সোলার প্রোব থেকে বিজ্ঞানীরা একটি সংকেত পেয়েছিলেন।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সূর্যের অনেক নিকটে প্রবেশ করায় বেশ কয়েক দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল প্রোবটি। শুক্রবার ২৭ ডিসেম্বর, সোলার প্রোবটি থেকে একটি সংকেতের প্রত্যাশা করছিলেন বিজ্ঞানীরা। মূলত, সংকেত পেলে নিশ্চিত হওয়া যাবে প্রোবটির সঠিক অবস্থান। অবশেষে, সোলার প্রোবটি থেকে সংকেত পেলেন বিজ্ঞানীরা।

নাসা বলেছে, এটি সৌর পৃষ্ঠ থেকে মাত্র ৩.৮ মিলিয়ন মাইল অতিক্রম করার পরেও স্বাভাবিকভাবে কাজ করছে এবং সিগনাল পাঠাতে সক্ষম হয়েছে এবং অনুসন্ধানটি নিরাপদ ছিল। 

পার্কার সোলার প্রোব নামের এই মহাকাশযানটি ২০১৮ সালে উৎক্ষেপিত হয়েছিল।  এরপর থেকেই সূর্যের নানা ছবি পাঠাতে দেখা গিয়েছে সেটিকে। এটি ইতোমধ্যেই ২১ বার সূর্যকে অতিক্রম করেছে। 

নাসার নিকোলা ফক্স বলেন, ‘আমরা সূর্য থেকে ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে আছি। যদি আমি সূর্য ও পৃথিবীকে এক মিটার দূরত্বে রাখি, তবে পার্কার সোলার প্রোব সূর্য থেকে মাত্র চার সেন্টিমিটার দূরে। তাই এটি সত্যিই খুব কাছাকাছি।’


সর্বশেষ সংবাদ