রঈজ হত্যা ও লামিয়ার আত্মহত্যার প্রতিবাদে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধীদের মানববন্ধন

মানববন্ধন
মানববন্ধন   © টিডিসি ফটো

রঈজ উদ্দিন এর মব হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ধর্ষণের শিকার লামিয়ার আত্মহত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  বুধবার নগরীর  জামালখান প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, লামিয়ার আত্মহত্যা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় এটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। রঈজ উদ্দিন এর হত্যাকাণ্ড ও অন্তর্বর্তীকালীন সরকারের ব্যার্থতা, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যার্থ যদি এসব হত্যাকান্ডের বিচার এবং জুলাই গণহত্যা সহ আওয়ামী আমলের সব হত্যাকাণ্ডের বিচার করতে না পারে তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের গদি ছেড়ে দেওয়া উচিত এবং আইনী হেফাজতে একজন কয়েদির মৃত্যুর দায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

এসময়  সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী বলেন, যখনই দেখা যায় কেউ একজন হত্যাকাণ্ডের শিকার হয় বা ধর্ষণ বা অবিচারের শিকার হয় তখন যদি তার কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক সম্পৃক্ততা থাকে তবে সেই রাজনৈতিক দল থেকে ঢালাওভাবে উক্ত কর্মকান্ডের জন্য প্রতিবাদ, মিছিল, সমাবেশ ইত্যাদি পালন করে। অথচ, সাধারণ জনগণের কেউ যদি এরকম হত্যাকাণ্ড, ধর্ষণ, হামলার শিকার হয় তখন কোনো রাজনৈতিক দল রাজপথে নেমে কোনো কর্মসূচি পালন করে না। এর থেকে স্পষ্টত বর্তমান রাজনৈতিক দলগুলাও ক্ষমতার রাজনীতি করতে চাই, জনতার রাজনীতি তারা করতে চাই না। 

তিনি আরও বলেন, আজকের মানববন্ধন থেকে  স্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষের মুখ ফুটে গেছে, এখন আগামীতে যারা জনতার জন্য রাজনীতি না করে ক্ষমতার রাজনীতি করবে তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেবে, যেভাবে হাসিনা ও তার দলকে গদি থেকে ছুড়ে ফেলা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রামের আহ্বায়ক আব্দুর রহমান, চট্টগ্রাম মহানগরের মূখ্য সংগঠক তাওসিফ ইমরোজ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সংগঠক মাজহারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার মূখ্য সংগঠক প্রান্ত বড়ুয়া,চট্টগ্রাম মহানগরের সংগঠক তৌহিদ আলিফ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।  কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম,ছাত্র সেনার নেতা সহ বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ