শাওমি রেডমি নোট ১৪ © টিডিসি সম্পাদিত
বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের জন্য প্রয়োজন এমন একটি স্মার্টফোন, যা পড়াশোনা থেকে বিনোদন—সবকিছুতেই কার্যকর ভূমিকা রাখবে। আর সেই চাহিদা পূরণে শাওমি রেডমি নোট ১৪ হতে পারে সেরা পছন্দ। দৃঢ় পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি আর উন্নত ক্যামেরার সমন্বয়ে এটি শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ ডিভাইস।
এই ফোনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫, যা স্ক্র্যাচ বা ভাঙনের ঝুঁকি কমিয়ে স্ক্রিনকে নিরাপদ রাখে। ফলে শিক্ষার্থীরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারে ডিভাইসটি, হাত থেকে পড়ে গেলেও বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই। দীর্ঘস্থায়ী ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা নিশ্চিত করেছে দিনব্যাপী ব্যস্ততা সামাল দেওয়ার মতো সক্ষমতা। মাত্র ৭৭ মিনিটে পুরোপুরি চার্জ হয়ে ফোনটি প্রস্তুত থাকে দীর্ঘ সময়ের ব্যবহারের জন্য।
পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করেছে মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট এবং শাওমির নতুন হাইপারওএস। মাল্টিটাস্কিং, গেমিং কিংবা স্ট্রিমিং—সব কিছুতেই মিলবে দ্রুততার অভিজ্ঞতা। ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮০০ নিটস পিক ব্রাইটনেস স্ক্রিনে প্রাণবন্ত রঙের অভিজ্ঞতা দেয়, যা রোদেও ঝকঝকে থাকে।
সৃজনশীল কাজের জন্য ১০৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা সেটআপ যেন এক বিশাল সুবিধা। এআই স্কাই ও এআই ইরেজ টুলের মতো ফিচার ছবি সম্পাদনাকে আরও সহজ ও নিখুঁত করেছে। প্রতিটি মুহূর্ত ল্যান্ডস্কেপ থেকে ক্লোজআপ—সবই ধরা দেবে নিখুঁতভাবে।
এছাড়া আইপি ৫৪ রেটিংয়ের কারণে ধুলাবালি বা পানির ছিটেফোঁটা থেকেও ফোনটি থাকে সুরক্ষিত। ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ফোনটিকে দিয়েছে দারুণ সাউন্ড কোয়ালিটি। হালকা ও স্লিম ডিজাইন ফোনটিকে আরও স্টাইলিশ করে তুলেছে।
চারটি রঙে—মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন, ওশান ব্লু—পাওয়া যাচ্ছে শাওমি রেডমি নোট ১৪। ২৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৬ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্ট, আর ২৬,৯৯৯ টাকায় ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্ট।
শিক্ষার্থীদের প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য শাওমি রেডমি নোট ১৪ নিঃসন্দেহে সেরা এক ডিভাইস। প্রয়োজন আর শখের দারুণ এক সমন্বয় হতে পারে এই স্মার্টফোন।