টেসলার স্মার্টফোন: চার্জ দিতে হবে না, ইন্টারনেট থাকবে বিশ্বজুড়ে!

১৭ অক্টোবর ২০২৪, ০৮:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পাই ফোনের প্রতীকী ছবি

পাই ফোনের প্রতীকী ছবি © ইন্টারনেট

এলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা তাদের প্রথম স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। ‘মডেল পাই’ টেসলার ফোন নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। যদিও এই আলোচনা অনেক আগের। টেসলার এই ফোনে থাকবে সোলার চার্জিং ব্যবস্থা। এছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে চলবে বিশ্বের যেকোনও স্থানে নিরবচ্ছিন্ন ইন্টারনেট।

জানা গেছে, টেসলা ফোনটিতে থাকছে নিউরোলিংক সুবিধা। নিউরোলিংক হলো সেই প্রযুক্তি যার সাহায্যে মানব মস্তিষ্কের সংযোগ ঘটানো সম্ভব হবে। টেসলার এই স্মার্টফোন চিন্তার মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ আপনার ভাবনা অনুসারে ফোন কাজ করবে, ছুঁয়েও দেখতে হবে না।

এছাড়াও ফোনটিতে একটি ফোরকে লেভেল ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি একটি স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর দ্বারা চালিত হবে। এই প্রসেসর পেয়ার করা থাকবে ২টিবি স্টোরেজ ক্যাপাসিটর সঙ্গে।

ফাইভ-জি প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক। অর্থাৎ মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট। স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড় সুবিধা হবে এটির নেটওয়ার্কের জন্য স্থানের কোনো ভেদাভেদ নেই। এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানেও সচল থাকবে।

মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক সেই প্ল্যাটফর্ম তৈরি করে চলেছে। এখন বরং ওই প্ল্যাটফর্মকে ব্যবহারের জন্য উপযোগী ডিভাইস হিসেবে যুক্ত হতে পারে স্মার্ট ফোন পাই।

জানা গেছে, ফোনের পেছনে থাকবে ৪ লেন্সের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে রাতের তারা ভরা আকাশের ছবি তোলা যাবে কোনো ধরনের লং এক্সপোজার ছাড়াই। ফোনের পেছনের ফটোক্রোমিক প্রলেপের কারণে সূর্যের আলোর প্রভাবে বদলে যাবে রং। টেসলার সোলার প্যানেলের সুবিধা কাজে লাগিয়ে পাই ফোনে দেওয়া যাবে চার্জও। 

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গুঞ্জন শোনা যাচ্ছে ফোনটির দাম হতে পারে ৮০০ থেকে ১২০০ ডলার।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬