৩ বছরের মধ্যে জুনে সর্বোচ্চ প্রবাসী আয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৭:০০ PM , আপডেট: ০২ জুলাই ২০২৩, ০৭:০০ PM
ঈদকে কেন্দ্র করে দেশে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। গতমাস জুনে প্রবাসীরা দেশে ২২০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। যা, গত প্রায় ৩ বছরের (৩৫ মাস) মধ্যে সর্বোচ্চ। আর এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ মোট রেমিট্যান্স পায় ২১.৬১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের চেয়ে যা ২.৭৫ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে আনুষ্ঠানিক চ্যানেলে দেশে আসে মোট ২১.০৩ বিলিয়ন ডলার।
জুনে আনুষ্ঠানিক চ্যানেলে আসা রেমিট্যান্সের মধ্যে ৪৪৭ মিলিয়ন ডলার এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে। তবে ৪৩টি বেসরকারি ব্যাংকই এনেছে বেশিরভাগ রেমিট্যান্স। জুনে এসব ব্যাংক ১.৭৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় পায়। অন্যদিকে, ৯টি বিদেশি ব্যাংক পায় ৬ মিলিয়ন ডলার।
এদিকে গত ১২ মাসে দেশে সর্বোচ্চ পরিমাণ বা ১৭.৬১ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে বেসরকারি ব্যাংকের মাধ্যমেই। সে তুলনায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে আসে ৩.৯২ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট রেমিট্যান্স পায় ২১.৬১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের চেয়ে যা ২.৭৫ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে আনুষ্ঠানিক চ্যানেলে দেশে আসে মোট ২১.০৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, মে মাসে প্রবাসীরা ১.৬৯ বিলিয়ন ডলার ব্যাংকিং চ্যানেলে পাঠান। আগের বছরের একই মাসে যার পরিমাণ ছিল ১.৮৮ বিলিয়ন ডলার।