ঈদ উপলক্ষে ৯ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভোমরা স্থলবন্দর
ভোমরা স্থলবন্দর  © টিডিসি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। ২৮ মার্চ (শুক্রবার) বিকেল থেকেই ভারতের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দরে এ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ঈদের ছুটিতে ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ এলাকায় চলে যাবেন, ফলে এই সময়ে বন্দরে কার্যক্রম স্থগিত থাকবে। তবে, ছুটি শেষে ৬ এপ্রিল (রোববার) থেকে আবার বন্দরের কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: মার্চের বেতন তুলছেন মাদ্রাসা শিক্ষকরা, এখনও ফেব্রুয়ারির বেতন মেলেনি স্কুল-কলেজে

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত এই বন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত হয়ে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। দেশের বাজারে সরবরাহকৃত পণ্যের একটি বড় অংশই আসে এ বন্দর দিয়ে বিশেষ করে কাঁচামাল, খাদ্যপণ্য, পেঁয়াজ, চাল, ফলমূল, কয়লা, মশলা ও বিভিন্ন নির্মাণসামগ্রী। কলকাতা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্ব হওয়ায় আমদানিকারকদের কাছে ভোমরা বন্দর বেশ জনপ্রিয়।

এদিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি তুফান দুলাল মণ্ডল জানিয়েছেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। একই সঙ্গে বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন বন্দরের উপপরিচালক হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে বন্দরের নিরাপত্তা জোরদার থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’


সর্বশেষ সংবাদ