শ্বাসরোধেই মৃত্যু, গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শিক্ষিকা খায়রুন নাহার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৯:৫৪ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২২, ০৯:৫৪ AM
নাটোরে কলেজছাত্রকে বিয়ে করে ভাইরাল শিক্ষিকা খায়রুন নাহারের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাতে তাঁর গ্রামের বাড়ি গুরুদাসপুর উপজেলার খামার নাচকৌর এলাকার আবু বক্কর সিদ্দিকী কওমী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয় তাঁর। পরে দাফন করা হয়েছে তাঁকে।
এর আগে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে স্থানীয়রা দেখার জন্য ভিড় করেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, পুলিশের সহায়তায় মরদেহ শিক্ষিকার বাবার বাড়ির এলাকার জানাজা শেষে রাতেই দাফন হয়েছে।
আরো পড়ুন: মুখ খুলতে বলেছিলেন তিন হিজাবধারী ছাত্রীর, ৭ মিনিটে বরখাস্ত শিক্ষক
এর আগে খুবজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রথমিকভাবে জানিয়েছন চিকিৎসকেরা।
নাটোর আধুনিক সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক (আরএম্ও) সামিউল ইসলাম শান্ত বলেন, খায়রুন নাহারের শরীরে আঘাতে কোনও চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধ হওয়ায় তার মৃত্যু হয়েছে। তারপরও ভিসেরা রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি গুরুত্ত্বসহকারে নিয়ে তিন সদস্যের কমিটির মাধ্যমে ময়নাতদন্ত করা হয়েছে।