ফেসবুকে পিস্তলের ছবি দেয়ায় তরুণ আটক

০৭ আগস্ট ২০২২, ০৪:২৪ PM
সোহরাব হোসেন মাহি

সোহরাব হোসেন মাহি © ফাইল ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে অভিযান চালিয়ে সোহরাব হোসেন মাহি (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে পিস্তল হাতে একটি ছবি পোস্ট করেছিল।

রোববার (৭ আগস্ট) দুপুরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটককৃত সোহরাব হোসেন মাহি পরকোট ইউনিয়নের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির সামছুল আলম মোল্লার ছেলে।

 
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডির স্টোরিতে পিস্তল হাতে একটি ছবি শেয়ার করে মাহি। ছবিটি নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের নজরে আসে। পরে শনিবার রাতে পুলিশ দক্ষিণ রামদেবপুর গ্রামের অভিযান চালিয়ে মাহিকে আটক করে।
 
জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম জানান, মাহিকে জিজ্ঞাসাবাদে সে উল্টা-পাল্টা তথ্য দিতে থাকে। নিজের মোবাইল হারিয়ে গেছে আবার তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এমন এলোমেলো কথা বলে মাহি। তার বক্তব্যে অসংলগ্ন ও সন্দেহজনক মনে হয় পুলিশের কাছে। এছাড়া পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেনি মাহি। এরই ধারাবাহিকতায় মাহির বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬