রিয়ালের গোলের পর ছাত্ররা ভাঙল হলের টিভি, পরে জানা গেল অফসাইড

লিভারপুল গোল খাওয়ার পর উচ্ছৃঙ্খল ছাত্রদের ভেঙে ফেলা হলের টিভি
লিভারপুল গোল খাওয়ার পর উচ্ছৃঙ্খল ছাত্রদের ভেঙে ফেলা হলের টিভি  © সংগৃহীত

লিভারপুলকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে জিতল রিয়াল মাদ্রিদ। এ খেলা দেখার সময় লিভারপুল গোল খাওয়ার পর উচ্ছৃঙ্খল ছাত্ররা ভেঙে ফেলেছে হলের টিভি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটেছে।

গোলের পর উচ্ছৃঙ্খল ছাত্রদের লাফালাফির সময় হলের একমাত্র টেলিভিশনটি ভেঙে যায়। যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে গিয়েছিল। তবে নিজেদের হলের টেলিভিশনটি হারালেন ছাত্ররা।

জানা গেছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনাল চলাকালে রোববার (২৯ মে) রাতে বঙ্গবন্ধু হলের ষষ্ঠ তলায় বিনোদন কক্ষে খেলা দেখতে জড়ো হয় ছাত্ররা। সেখানে তিল ধারনের ঠাই ছিল না। এর মধ্যেই খেলার একপর্যায়ে টিভিটি ভেঙে যায়। তবে ভিড়ের মধ্যে এটি কে ঘটিয়েছে, তা জানা যায়নি।

আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উৎসবে মাতল রিয়াল মাদ্রিদ

শিক্ষার্থীরা জানান, রিয়াল মাদ্রিদ একটি গোল করলে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীদের একটি অংশ। টেলিভিশনের কাছাকাছি লাফালাফি করে গোল উদযাপনের সময় কারোর হাত লেগে টেলিভিশনটি বন্ধ হয়ে যায়। পরে দেখা যায়, এর মাঝ বরাবর ভেঙে গেছে। অফসাইড হওয়ায় ওই গোলটি পরে বাতিল হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, টিভিটি কিছুদিন আগে কেনা হয়েছে। আমি ঢাকায় অবস্থান করছি। হলে গিয়ে কী করা যায়, দেখা যাবে।


সর্বশেষ সংবাদ