চালক ধর্ষণের চেষ্টা করলে চলন্ত বাস থেকে লাফ দেন সেই তরুণী

চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এক তরুণীকে
চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এক তরুণীকে  © প্রতীকী ছবি

চট্টগ্রামের বহদ্দারহাটে বাস থেকে পড়ে গুরুতর আহত সেই তরুণী কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরপরই তিনি অভিযোগ করেছেন, বাসের চালক তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। এর থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেন ওই তরুণী।

গত ১৯ মে রাতে রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছয় দিন চিকিৎসা শেষে গত মঙ্গলবার ভাড়া বাসায় ফিরেছেন ওই তরুণী। সেখানে বাবা-মায়ের সঙ্গে থাকেন তিনি। সিঅ্যান্ডবি এলাকায় পোশাক কারখানায় কাজ করেন। প্রতিষ্ঠানটির বাসযোগে ফেরার সময় এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ মে) তাঁর বাসায় যান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হকসহ কয়েকজন নারী কর্মকর্তা। তখন ফাঁকা বাসে তাঁকে ধর্ষণের চেষ্টা হয়েছিল বলে তিনি পুলিশকে জানান। এর আগে হাসপাতালে গত শুক্রবার জ্ঞান ফিরলে ওই তরুণী জানিয়েছিলেন, বাস থেকে তিনি পড়ে গিয়েছিলেন। তখন ধর্ষণচেষ্টার কথা বলেননি। এরপর আবার জ্ঞান হারান।

তরুণীর বরাত দিয়ে অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, আগে একবার বলেছিলেন, পড়ে গেছেন। বুধবার জানান, বহদ্দারহাট থেকে সংযোগ সেতুর দিকে যাওয়ার পথে আর কোনো সহকর্মী সেখানে ছিলেন না। তখন বাসার স্টপেজে নামতে দেননি চালক, চালাচ্ছিলেন সহকারী। চালক দরজার সামনে এসে তাকে নামতে বাধা দেন। একপর্যায়ে তাকে বাসের পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বাস থেকে লাফ দিয়ে অজ্ঞান হয়ে যান তিনি।

আরো পড়ুন: প্রতিদিন ব্যাট দিয়ে শিক্ষক স্বামীকে পেটাতেন স্ত্রী

অভিযুক্ত বাসচালক ও সহকারীকে চিহ্নিত করেছে পুলিশ। বাসটি ওই প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ভাড়া করা ছিল। তাঁদের ধরতে রাতেই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। ওসি রাশেদুল হক বলেন, শিগগিরই চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় মামলা হবে।

লাফ দেওয়ার পর মাথায় আঘাত পেলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে চমেক হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার কিছুটা সুস্থ হওয়ায় তিনি বাসায় ফিরেছেন। তবে এখনো পুরোপুরি সুস্থ নন, বাসায় চিকিৎসা চলছে।


সর্বশেষ সংবাদ