বিয়ের বৈধতা নিয়ে ফের বিপাকে নাসির-তামিমা

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী।
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী।  © সংগৃহীত

আইনগতভাবে বিচ্ছেদের আগেই অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী ফের বিপাকে পড়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) ওই মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক তোফাজ্জল হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। তবে তামিমার মাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এরপর ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: পুলিশের ধাওয়ায় বেপরোয়া গাড়ি, নিহত ৩ শিক্ষার্থী

সবশেষ চলতি বছরের ২৪ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।

এদিকে অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মী। অন্যদিকে নাসির, তামিমাসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে নাসির ও তামিমার  বিয়ে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ১১ ফেব্রুয়ারী টি-কাপে আলোচনায় আসছেন নো’ম চমস্কি

প্রতিবেদনে বলা হয়, রাকিবকে তালাক দেননি তামিমা। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনো রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ।

উল্লেখ্য, এরও আগে ৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা ও তামিমার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। পরে ৩১ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন নেন। 


সর্বশেষ সংবাদ