ভর্তি হওয়ার জন্য টাকা পেতে দেরি, কলেজছাত্রের আত্মহত্যা

০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৭ PM
গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা

গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা © প্রতীকী ছবি

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য টাকা পেতে দেরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরে রিশাদ আলম রিফাত (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে শহরের মুন্সিপাড়া এলাকার নিজ বাড়িতে এ ঘটে। নিহত রিশাদ ওই এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, রিশাদ কিছুটা রাগী স্বভাবের ছিলো। এবার তিনি এসএসসি পাস করে স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়। ঘটনার দিন সে তার বাবার কাছ থেকে ভর্তির টাকা চায়। টাকা পেতে দেরি হওয়ায় রিশাদ তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফেলেন পরিবারের লোকজন।

এ সময় তাকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। রমেকের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্য ও পৌর ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
  • ০৮ জানুয়ারি ২০২৬
বুটেক্সের ভর্তি পরীক্ষা আগামীকাল; পরীক্ষা হবে তিন কেন্দ্রে
  • ০৮ জানুয়ারি ২০২৬
রাজশাহীর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বাজিমাত বোরহান উদ্দীন…
  • ০৮ জানুয়ারি ২০২৬
৫০ আসনের ৪২টিতেই মুসলিম শিক্ষার্থীদের ভর্তির সুযোগ, ভারতে ম…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কোপালেন মনোনয়ন পাওয়া দ…
  • ০৮ জানুয়ারি ২০২৬