চাকরি হারালেন মাদকাসক্ত ৩৭ পুলিশ

চাকরি হারালেন মাদকাসক্ত ৩৭ পুলিশ
চাকরি হারালেন মাদকাসক্ত ৩৭ পুলিশ  © ফাইল ছবি

মাদকাসক্তির প্রমাণ মেলায় পুলিশের ৩৭ জন সদস্য চাকরি হারিয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ডোপ টেস্টে এ ৩৭ পুলিশ সদস্যের শরীরে মাদকাসক্তির প্রমাণ মিলেছে। এতে ডোপ টেস্টে ধরা পড়া ওই ৩৭ পুলিশ সদস্য চাকরি হারান।

রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহর চতুর্থ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. হায়দার আলী খান বলেন, ডোপ টেস্টে ধরা পড়লে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডোপ টেস্টে এখন পর্যন্ত ৩৭ জন সদস্য চাকরিচ্যুত হয়েছে।

আরও পড়ুন: পুলিশ ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে যাবে ১৫ দিন পর

তিনি আরও বলেন, বাংলাদেশে পুলিশই প্রথম ‘ডোপ টেস্ট’ চালু করে। সরকারের অন্য কোনো বিভাগ আমাদের মতো সেভাবে ডোপ টেস্ট চালু করতে পারেনি। কোনো মাদকাসক্ত পুলিশে যোগদান করে কিনা, সেটি আমরা প্রথমেই চেক করি। পরবর্তীতে প্রতিনিয়ত এই ডোপ টেস্ট করা হয়ে থাকে। কেউ যদি ডোপ টেস্টে ধরা পড়ে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গত রোববার (২৩ জানুয়ারি) ‘পুলিশ সপ্তাহ-২০২২’ শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি)। করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ায় এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসঙ্গে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ৩৮ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শেষ কবে?

পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ এবং ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে। পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।


সর্বশেষ সংবাদ