হতাশাগ্রস্ত হয়ে রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

০৬ নভেম্বর ২০২১, ১০:৩০ PM
রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল রোহান

রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল রোহান © প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা ওয়াপদা রোডে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার নাম বিজয় ইসলাম রোহান (১৬)।

বেশ কিছুদিন ধরে কোনও কারণে হতাশাগ্রস্ত ছিল সে। সে কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা পরিবারের। টাঙ্গাইল সদর উপজেলার মরহুম ইউসুফ আলীর ছেলে রোহান। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।

মৃতের ভাই হৃদয় ইসলাম বলেন, রোহান কিছুদিন ধরে কোনও কারণে হতাশাগ্রস্ত ছিল। হয়তো তাই এ ঘটনাটি ঘটিয়েছে। তবে আমাদের কোনও অভিযোগ নেই, আমরা বিনা ময়নাতদন্ত নিতে চাচ্ছি।

তিনি আরও বলেন, রামপুরায় ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, চিনে ফেলায় দেয়া হয় আগ…
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল,…
  • ০১ জানুয়ারি ২০২৬
যোগাযোগে দক্ষ হয়ে ওঠার ১০ কার্যকরী কৌশল
  • ০১ জানুয়ারি ২০২৬
ঢাবির স্টাফ ও টিচার্স এরিয়া ব্যতীত ক্যাম্পাস এরিয়ায় আতশবাজি…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬