প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, বাবা-মাসহ উধাও প্রেমিক

০৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫০ AM
প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া কলেজছাত্রী

প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া কলেজছাত্রী © সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। তিনি তিনদিন ধরে অবস্থান করলেও তাকে দেখেই পালিয়েছেন প্রেমিক ও তার বাবা-মা। স্থানীয়দের উদ্যোগে ওই ছাত্রী সেখানেই প্রেমিকের ফুপা ময়েজ উদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন। উপজেলার কালমেঘা গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রেমিক শাহরিয়ার শুভ একই গ্রামের আজাহার আলীর ছেলে।

অপরদিকে অবস্থান নেওয়া ছাত্রীর বাড়ি ময়মনসিংহে। গত বৃহস্পতিবার থেকে তিনি তার প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।

সখীপুরের বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম জানান, তারা ভালুকা উপজেলায় একই কলেজে পড়াশোনা করেছে। ছয়মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। তবে মাসখানেক আগে শুভ ওই মেয়েটির বাড়িতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়। পরে বিয়ের শর্ত দিয়ে ছেলের বাবা তাকে ছাড়িয় নেন। দুই পরিবার গত ১ ফেব্রুয়ারি বিয়ের দিনও ধার্য করেন।

ওইদিন মেয়ের বাড়িতে বিয়ের আয়োজনও করা হয়। ছেলেপক্ষ থেকে ১০-১২ জন মেয়ের বাড়িতে গেলেও ছেলে ও ছেলের বাবা উপস্থিত না হওয়ায় বিয়ে হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে ছাত্রীটি বলেন, ‘শুভ ও তার বাবা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমি সম্মান বাঁচাতে বাধ্য হয়ে এসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত যাবো না। প্রয়োজনে এখানেই মরবো।’

বহুরিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য রাহেলা আক্তার বলেন, ‘মেয়েটিকে ফুপার জিম্মায় ছেলের বাড়িতেই রাখা হয়েছে। ওই ছেলের বাবা-মা বাড়িতে এলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬