অনলাইনে ক্লাস চলাকালে ছাত্রীর বাসায় ঢুকে ডাকাতি, ভিডিও ভাইরাল

০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৭ AM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে বিশ্বের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাস চলছে। এই অনলাইন ক্লাস চলাকালেই ডাকাতির মুখে পড়েছে এক ছাত্রী। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের আমবাটো শহরে এ ঘটনা ঘটেছে। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।

শুক্রবার জুম অ্যাপের মাধ্যমে একটি স্কুলের ইংরেজির ক্লাস চলছিল। হঠাৎ দেখা যায়, একটি স্ক্রিনে মারিয়া নামের এক ছাত্রী মুখ ঘুরিয়ে পেছনের দিকে দেখছে। তার ঘরে তখন মুখ ঢেকে কয়েকজন ঢুকে পড়ে, ডাকাতি শুরু করেছে।

দামি জিনিস, টাকা পয়সা যা আছে দিয়ে দেয়ার জন্য ভয় দেখাতে থাকে ডাকাতরা। অন্য শিক্ষার্থীরা শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তারাও এক প্রকার হতভম্ব হয়ে যান। ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পরই ডাকাতরা ল্যাপটপের স্ক্রিনটি নামিয়ে দেয়। ফলে আর কিছুই দেখা যায়নি।

কিন্তু ততক্ষণে অন্যরা বুঝে গেছে, ওই ছাত্রীর ঘরে কি ঘটছে। তারা নিজের মধ্যে কথা বলতে থাকে, ওই ছাত্রীর বাড়ির ঠিকানা কেউ জানে কিনা। ঠিকানা খুঁজে পুলিশকে খবরও দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে পরে অভিযান চালিয়ে ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ডলার ছাড়াও দুটি বন্দুক, একটি ধারালো অস্ত্র, দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং একটি ভিডিও গেম কনসোল উদ্ধার করা হয়েছে। 

কাল প্রাথমিকের পরীক্ষায় বসছেন প্রায় ১১ লাখ প্রার্থী, মানবে …
  • ০৮ জানুয়ারি ২০২৬
ফেলোশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডে
  • ০৮ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের সমন্বিত ফল প্রকাশ
  • ০৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
  • ০৮ জানুয়ারি ২০২৬
বুটেক্সের ভর্তি পরীক্ষা আগামীকাল; পরীক্ষা হবে চার কেন্দ্রে
  • ০৮ জানুয়ারি ২০২৬
রাজশাহীর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বাজিমাত বোরহান উদ্দীন…
  • ০৮ জানুয়ারি ২০২৬