কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৯ PM

© প্রতীকী ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে ধর্ষিতা নিজেই বাদী হয়ে মামলাটি করেন। ওই ছাত্রলীগ নেতার নাম মামুন হাওলাদার। মামুন ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি। বৃহস্পতিবার দুপুরে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মামুন হাওলাদারের সাথে পূর্ব ইলিশা ইউনিয়নের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। ভিকটিমের খালা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ আগস্ট এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে মামুন। দেখা করার কথা বলে তাকে ওই বাড়িতে নেয় মামুন।

১ সেপ্টেম্বর মধ্যরাতে তার ঘরে (খালার ঘরে) ঢুকে জোরপূর্বক আবারও ধর্ষণের চেষ্টা করে। এ সময় তরুণীর খালা টের পেলে অভিযুক্ত মামুন পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে ভোলা থানায় তরুণী বাদী হয়ে মামুনকে আসামি করে  মামলা করে।

ভোলা সদরের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন মামলা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামুন হাওলাদারের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। 

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬