ছাত্রীকে ধর্ষণ করে অশ্লীল ছবি ধারণ, শিক্ষক আটক

২৮ জুন ২০২০, ১০:২৮ AM

© সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুলফিকার সরকার (৫৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত শিক্ষক ওই গ্রামের মৃত মোজাহার সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর ধরে প্রাইভেট পড়ানোর সময় কৌশলে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলেন ওই শিক্ষক। এরপর তাকে একাধিকবার ধর্ষণ করে মোবাইল ফোনে তা ধারণ করেন তিনি। সম্প্রতি ছবিগুলো তার মোবাইল থেকে ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমাকে কৌশলে ফাঁদে ফেলে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেন। এছাড়া অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে। পরে ছবির ভয় দেখিয়ে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করে।’

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জুলফিকার সাংবাদিকদেরকে বলেন, ‘তার সঙ্গে প্রায় দুই বছর সম্পর্ক গড়ে উঠে। তার ইচ্ছাতেই সম্পর্ক হয়। তাকে বাধ্য করার বিষয়টি সঠিক নয়।’

ছাত্রী ধর্ষণের অভিযোগে আটকের বিয়ষটি বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬