মা হাতিকে গুলি করে হত্যা, কেঁদে কেঁদে পাহারায় বাচ্চা

কক্সবাজারে মৃত মা হাতিকে পাহারায় বাচ্চা হাতি
কক্সবাজারে মৃত মা হাতিকে পাহারায় বাচ্চা হাতি  © সংগৃহীত

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের গহীন অরণ্যে এক মৃত মা হাতির সন্ধান মিলেছে। মা বন্যহাতিটিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। মা হাতির মৃত্যুর পর বাচ্চাটিকে মায়ের মরদেহ পাহারা দিতে দেখা যায়।

শনিবার (০৪ জানুয়ারি) ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা এলাকায় বিকেলে ওই মৃত হাতির সন্ধান পাওয়া যায়। সেখানেই বাচ্চা হাতিটি মৃত মা হাতির মরদেহ পাহারা দিচ্ছে। পরে খবর পেয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, নিয়মিত টহল দল ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে যান।

1 (8)               

ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া জানান, রাজঘাট বিট কর্মকর্তার দেয়া খবরে আমরা ঘটনাস্থলে যাই। বার্ধক্যজনিত কারণে মা হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো পর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তৌহিদুল ইসলাম, সদরের বিশেষ টহলের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন।

রাবার বাগানের শ্রমিকরা জানান, মা হাতিটি বাচ্চা নিয়ে সকাল থেকে ছোটাছুটি করছিল। দুপুরের পরে রাবার কাজ করা শ্রমিকরা হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। বাচ্চাটি মা হাতির পাশে বসে কান্না করছে।

এলাকাবাসীরা মৃত মায়ের পাশে এক বছর বয়সী বাচ্চা হাতিটি বার বার শুয়ে পড়ছিল, কান্নাও করছিল। মায়ের পাশে গিয়ে স্পর্শ করার দৃশ্য দেখে লোকজন আবেগ্লাপুত করে। এমনকি এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এলাকাবাসী জানায়, মা হাতিটির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। তাদের ধারণা কে-বা কারা কয়েকদিন আগে মা হাতিটিকে গুলি করেছিল। এরপর চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।

মৃত হাতিটিকে দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। মৃত মা হাতির পাশে একটি হাতি শাবক বার বার শুয়ে পড়ছিল, গড়াগড়ি খাচ্ছিল। মাকে উঠানোর জন্য বার বার এদিক-সেদিন দৌড়াদৌড়ি করেছিল শাবকটি। মায়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে চোখ-মুখ স্পর্শ করছিল বার বার। মায়ের প্রতি অবুঝ হাতি শাবকের ভালোবাসার দৃশ্য দেখে সবার চোখ পানিতে ভিজে যায়।


সর্বশেষ সংবাদ