নবজাতক ছুড়ে ফেলা ও হুজুগে অনলাইন জাতি: এডিসি’র স্ট্যাটাস

সম্প্রতি রাজধানীর মিরপুরে নিজের সদ্যোজাত সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে হত্যা করেন এক কিশোরী মা। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদের সাথে যে ছবি ব্যবহার করা হয়েছে সেটি সন্তান হত্যাকারী ওই মায়ের ছবি নয়। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রাবন্তী অনন্যা নামে এক তরুণী ফেসবুক লাইভে এসে এ কথা বলেন।

শ্রাবন্তী অনন্যা লাইভে এসে মিরপুরের সেদিনের ঘটনার বিবরণ দিয়ে জানান, ওই ঘটনায় কয়েকটি অনলাইন পোর্টালের প্রতিবেদনে ভুলভাবে তার একটি ছবি প্রকাশ করা হয়েছে সন্তান হত্যাকারী কিশোরী মা হিসেবে। এঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে শ্রাবন্তী অনন্যা তার ভিডিও ক্যাপশনে “মিথ্যা ছবি প্রচার এর তীব্র প্রতিবাদ জানাই”- এই বাক্যটি ব্যবহার করা করেন।

বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘সম্প্রতি চাচার সাথে অনৈতিক সম্পর্কে কারণে জন্ম নেয়া এক মাসুম বাচ্চার করুন মৃত্যু নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ সোরগোল পরে যায়। অবশ্যই এটা অন্যায় ও উপযুক্ত বিচারের দাবী রাখে এবং বিশ্বাস করি সেটা হবে। সমাজের এই সব বিচ্যুতি নিয়ে আমরা সবাই প্রতিবাদ করবো বা কথা বলবো এবং সেটাই উচিত। কিন্তু সমস্যা হলো যখন এই বিচ্যুতির দায় নীরিহ কারো ওপর বর্তানো হয়।’

তিনি লিখেন, ‘শ্রাবন্তী অনন্যা একজন নতুন প্রমিজিং মডেল ও অভিনেত্রী। কেউ শত্রুতা বশতঃ তাকে জড়িয়ে তার ছবি ব্যবহার করে ওপরে লেখা ঘটনার সেই মেয়েটি বানিয়ে ফেইসবুকে পোস্ট করে। আর নেটিজেনরাতো সেই অন্ধই রয়ে গেলাম, অনলাইনে যা দেখি তা বিশ্বাস করে দ্রুত জাজমেন্টাল হয়ে যাই। সেই মিথ্যা ছবিকে পুঁজি করেই যাচাই বাছাই ছাড়াই নির্দোষ এই মডেল ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দেশের বড় বড় নিউজ পোর্টালে। এই ভিক্টিম কোনভাবেই এই ঘৃণ্য অপকর্মের অংশ নয়। আদতে এই মেয়েটির জীবনকে দূর্বিষহ করে তুলেছে এই মিথ্যা ও প্রপাগাণ্ডার সারথিগন।

এই ভিক্টিম আজ আমাদের অফিসে এসে ওই সব মিথ্যা তথ্য প্রচারকারী ফেইসবুক আইডি, গ্রুপ, পেইজ ও অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি আশা করি সবাই সবার ভুল বুঝতে পেরে নতুন করে দুঃখপ্রকাশ করে পোস্ট দিবেন এবং নিউজ পোর্টালগুলো ক্ষমা চেয়ে নতুন নিউজ করবেন।

পড়ুন:জীবনের গল্প: বাবার সম্মান রক্ষায় এএসপি দিদার নূর

আমার সাথে যারা ফেইসবুকে বন্ধু বা ফলোয়ার হিসেবে আছেন, তাদেরকে অনুরোধ করবো, যদি আপনিও সেই মিথ্যার সারথি হয়ে থাকেন, দয়া করে ভুল শুধরে নিয়ে নিয়ে দুঃখপ্রকাশ করুন এবং এই ভিক্টিমকে সেইভ করুন। এই ভিক্টিমকে অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে হ্যারাজ করার জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পড়ুন: প্রেম কষ্ট দিলেও যে সুখ দেয়, তার সমকক্ষ কিছুই নেই (ভিডিও): আবদুল্লাহ আবু সায়ীদ

পড়ুন:নবজাতক ছুড়ে ফেলা সেই মা আমি না: ফেসবুক লাইভ ভিডিও

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!