সংবাদ সম্মেলনে নির্যাতনের বর্ণনা দিলেন পরীমনির গৃহকর্মী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৫ PM
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার সাবেক গৃহকর্মী পিংকি আক্তার। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে এই সংবাদ সম্মেলনে পিংকি নিজের ওপর চালানো শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা দেন।
সংবাদ সম্মেলনে পিংকি আক্তার জানান, গত ২ এপ্রিল দুপুর ১টার দিকে পরীমনি প্রথমে মেকআপ রুমে গিয়ে মাদক গ্রহণ করেন এবং পরে শিশুর ঘরে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পিংকির ভাষ্য অনুযায়ী, পরীমনি ক্ষিপ্ত হয়ে প্রশ্ন তোলেন, কেন তার সন্তানকে দুধ খাওয়ানো হচ্ছে—যদিও সে সময় শিশুটির খাওয়ার রুটিন অনুযায়ী দুধ দেওয়াই ছিল স্বাভাবিক। জবাবে পিংকি বিষয়টি ব্যাখ্যা করলে, পরীমনি মাথায়, মুখে ও চোখে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। এতে পিংকি অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান ফিরলে তিনি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।
পিংকি জানান, ২০২৪ সালের মার্চ মাসে তিনি ‘কাদের এজেন্সি’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরীমনির বাসায় গৃহকর্মী হিসেবে চাকরি নেন। চুক্তি অনুযায়ী একটি শিশুর দেখভালের দায়িত্বে থাকলেও পরে তাকে দুটি শিশুর দায়িত্ব নিতে হয়। শুধু তাই নয়, রাত-দিন সব সময় রান্নার কাজেও তাকে নিয়োজিত রাখা হতো। পাশাপাশি, নানা সময় তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ দেখে যেন প্রকৃত সত্য উদঘাটন করে প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি, ভবিষ্যতে যেন কোনো গৃহকর্মী এমন নির্যাতনের শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগে ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ করেন গৃহকর্মী পিংকি আক্তার। এরপর মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার। মামলার আসামি করা হয় পরীমনিকে সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ (২৮) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান।