আবার প্রেমে পড়েছেন পরীমনি, এবার প্রেমিক কে? 

চিত্রনায়িকা পরীমনি
চিত্রনায়িকা পরীমনি  © সংগৃহীত

ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু গানে গানে বলেছিলেন ‘আমি তো প্রেমে পড়িনি/প্রেম আমার ওপরে পড়েছে।’ এ কথা যেন পুরোপুরি মিলে গেছে আলোচিত চিত্রনায়িকা পরিমনির সঙ্গে। তার ব্যক্তিগত প্রেম, বিয়ে, ডিভোর্স নিয়ে যেন আলোচনার শেষ নেই। সম্প্রতি চাউর হয়েছে, আবারও প্রেমে পড়েছেন এই নায়িকা।

চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় বছরখানেক একাকী জীবন যাপন করেছেন পরিমনি। সম্প্রতি ঈদুল আজহাকে কেন্দ্র করে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে উপস্থাপক তার কাছে জানতে চান, বর্তমানে সিঙ্গেল কি না তিনি? পরীমনি জবাবে বলেন, হ্যাঁ, আজীবনের জন্য আমি সিঙ্গেল। এরপরই উপস্থাপককে থামিয়ে তিনি যোগ করেন, বিয়ের পর কেউ কখনো সিঙ্গেল হয় না। ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি। প্রেম করতে ইচ্ছে হয় না।’ তবে ছয় মাস পর নতুন করে প্রেমে পড়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী, রেখে দিয়েছেন রহস্যের আবরণও।

পরীমনি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি আবার প্রেমে পড়েছেন। ভিডিওতে দেখা যায়, গাড়ির জানালায় দুটি হাত রাখা অবস্থায় গাড়ি চলছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।’ তারপর থেকে গুঞ্জন শুরু হয়েছে, পরিমনির নতুন প্রেমিক কে।

New Project

চিত্রনায়িকা পরীমনি

পরীমনির এই ঘোষণায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন মন্তব্য করেছেন। বেশিরভাগই অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে।’

পরীমনির নতুন প্রেমিক নিয়ে কাছের মানুষেরা ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন—কেউ বলছেন বিনোদন জগতের কেউ, কেউ বলছেন ব্যবসায়ী, আবার কারও তথ্যে পরীমনির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত। তবে পরীমনি নিজে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানাননি এবং আপাতত তা প্রকাশ করতেও নারাজ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence