জামায়াত নেতা আজহারুলের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি পেছাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৬ AM

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল শুনানি পেছাল। পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৬ মে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) এ টি এম আজহারের আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে কার্যতালিকায় ২৮ নম্বরে ছিল। পরে এ দিন নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম।
এর আগে এ টি এম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে।
আরও পড়ুন: মেয়েকে নিয়ে শহরে থাকা কষ্টকর, গ্রামে যাওয়ারও উপায় নেই নাজমুলের স্ত্রীর
মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা।
২০১৯ সালের ২৩ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।