মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

১৪ এপ্রিল ২০২৫, ১২:৫০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
আসামি হিটু শেখ

আসামি হিটু শেখ

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঘটনার ৩৫ দিন পর আজ রবিবার রাত ১০টায় মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি জমা দেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলাউদ্দিন। 

মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের ঘটনায় সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সেই সঙ্গে আসামি হিটু শেখের স্ত্রী, দুই ছেলের এ ঘটনায় সরাসরি সম্পৃক্ততা না পেলেও তাঁরা সহযোগী হিসেবে দোষী বলে পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করেছে। সেই সঙ্গে কয়েকটি ধারায় আসামিদের অভিযুক্ত করা হয়েছে বলেও তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, মামলায় চারজনই অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে কয়েকটি ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম থেকে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশুটি। এ সময় তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সেদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হয়। মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা ও পরে শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সোনাইকুন্ডী গোরস্থানে মরদেহ দাফন করা হয়।

ধর্ষণ ও হত্যার শিকার হওয়া শিশুটির মা গত ৮ মার্চ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। বর্তমানে আসামিরা সবাই কারাগারে আছেন।

জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬