প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:০০ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১১:০০ PM

বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। নিহত মাসুদুর রহমান বরিশাল নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার বাসিন্দা এবং ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি বেকারির ব্যবসা করতেন।
ঘটনার সঙ্গে জড়িত প্রেমিকা শান্তা বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার শওকত মোল্লার মেয়ে।
নিহতের ভাই মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, মাসুদের সঙ্গে শান্তার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার বিকেলে বেকারির মালামাল কেনার উদ্দেশ্যে মাসুদ দুই লাখ টাকা নিয়ে বাসা থেকে বের হন। পথে শান্তা ফোন করে তাকে নিজ বাসায় যেতে বলে। সেখানে পৌঁছালে শান্তা ও তার ভাই লোকমান হোসেন মিলে টাকার জন্য চাপ দেয়। মাসুদ টাকা দিতে অস্বীকৃতি জানালে শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সহযোগিতায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মাহফুজের দাবি, শান্তা মাসুদের কাছ থেকে জোরপূর্বক টাকা নিতে গিয়েই তাকে ছুরিকাঘাত করে। এই ঘটনায় শান্তাকে গ্রেপ্তার করা হলেও পরে মাসুদের পক্ষ থেকে দুর্ঘটনা বলে দাবি করায় এবং অভিযোগ করতে রাজি না হওয়ায় পুলিশ শান্তাকে ছেড়ে দেয়।
এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, মাসুদুর রহমান ও শান্তার মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সেই কারণেই আহত অবস্থায় তিনি বিষয়টি গোপন রাখেন এবং শান্তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে রাজি হননি। কিন্তু এখন যেহেতু তার মৃত্যু হয়েছে, তাই বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।