রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

লাশ উদ্ধার করছে পুলিশ
লাশ উদ্ধার করছে পুলিশ  © টিডিসি

রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জানিয়েছে ইউপিডিএফ।

সংগঠনটি জানায়, গুলিতে নিহত নির্মল খীসা (৩২) জেলার নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ইউনিয়নের তৈ চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। তবে হত্যাকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে জেএসএসের কোনো বক্তব্য জানা যায়নি।

হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, আজ সকাল ৯টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খামার পাড়ায় ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ৬-৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এতে সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন: ৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

বিবৃতিতে ইউপিডিএফ নেতা সচল চাকমা অবিলম্বে নির্মল খীসার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে।

এর আগে, গত ১২ মার্চ (বুধবার) বিকালে রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের রূপবান বাজারে কমল বিকাশ চাকমা নামে জেএসএসের কর্মীকে গুলি করে হত্যা করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence