ছাত্রীদের ধর্ষণবিরোধী বিক্ষোভে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলায় বহিরাগত যুবক আটক
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ০৪:৩২ PM

পিরোজপুরে সরকারি মহিলা কলেজের ছাত্রীদের ধষর্ণবিরোধী বিক্ষোভ মিছিলে বাধা দেওয়া ও তাদের উত্ত্যত্ত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই যুবক শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলেন। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (১২ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আটক ওই যুবকের নাম মো. ফরহাদ। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শিক্ষার্থীরা জানান, সকালে ১০টার দিকে পিরোজপুর সরকারি মহিলা কলেজের সামনে ছাত্রীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে কলেজের দিকে ফেরার পথে সাইদী ফাউন্ডেশনের সামনে ওই যুবক তাদের মিছিলের ভিডিও করতে শুরু করেন এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন। একপর্যায়ে তিনি তাদের ‘জয় বাংল ‘ স্লোগান দিতে বলেন। এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিক্ষার্থীরা পরে তাকে আটক করেন।
আরও পুড়ন: লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে বিক্ষোভ
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ওই যুবক ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, ওই যুবক পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।