পাবনায় সড়কে গাছ ফেলে ২০ গাড়িতে ডাকাতি

সাথিয়ায় সড়কে গাছ ফেলে ২০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে
সাথিয়ায় সড়কে গাছ ফেলে ২০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে  © টিডিসি

পাবনার সাঁথিয়ায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অন্তত ২০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল যানবাহন চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, রাতে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রাইভোটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল। রাত দেড়টার দিকে ছেচানিয়া তলট এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে যানবাহন আটকায় ডাকাত দল। পরে অস্ত্রের মুখে অন্তত ২০টি যানবাহনে চালক ও যাত্রীদের জিম্মি করে সবার কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

খবর পেয়ে সাঁথিয়া থানা-পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সাঁথিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কতগুলো গাড়িতে ডাকাতি হয়েছে, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।


সর্বশেষ সংবাদ