ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

নারীকে কুপিয়ে হত্যা
নারীকে কুপিয়ে হত্যা  © টিডিসি সম্পাদিত

নোয়াখালী সদর উপজেলায় এসে ঘরে নামাজ পড়া অবস্থায় এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে আলী আহমেদ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানায় সুধারাম থানার পুলিশ।

নিহত তাসলিমা বেগম রোজি (৬০) ওই গ্রামের ওবায়দুল হকের স্ত্রী। তার ছেলে জিয়াউল হক ইনু নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রোজি ওই গ্রামে তার বাপের বাড়িতে একটি ঘরে থাকতেন। রাত ৯টার দিকে ঘরের দরজা খোলা রেখে নামাজ পড়ছিলেন তিনি। এ সময় কে বা কারা এসে তার মাথায় কুপিয়ে চলে যায়। পরে প্রতিবেশিরা উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা বলেন, রোজির ঘরসহ ওই বাড়িতে আগে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে।

নিহত নারীর ছোট ভাই আহসান উল্লাহ বলেন, বাড়ির একটি ঘরে তাঁর বোন তাসলিমা বেগম একাই থাকতেন। রাত সাড়ে আটটা থেকে পৌনে নয়টার দিকে তিনি এশার নামাজের জন্য অজু করে ঘরে ফেরেন। এরই মধ্যে ঘরের ভেতর থেকে চিৎকার শুনতে পান আশপাশের ঘরের বাসিন্দারা। তাৎক্ষণিক তাঁরা ছুটে এসে দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাঁর বোন পড়ে আছেন। একই সময় ঘরে একটি রক্তমাখা ধারালো অস্ত্র (ধামা) পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।  প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে চুরি করতে এসে ছুরিকাঘাতে মাথায় কুপিয়ে জখম করে। তারপর ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় সন্দেহজনক ১ জনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদু্ল্লাহ আল ফারুক বলেন, হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মো.তারেক (৩৫) এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা অস্ত্র  উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!