উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে হামলার ঘটনায় দুজন রিমান্ডে

এক দম্পতির ওপর ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করছেন দুজন
এক দম্পতির ওপর ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করছেন দুজন   © সংগৃহীত

রাজধানীর উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয় আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর উত্তরায় ৭ নং সেক্টরে স্বামী-স্ত্রীর উপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ২ যুবক। এ সময় উপস্থিত জনতা তাঁদের আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে।  এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেট কার থেকে ২ যুবক রামদা নিয়ে পথচারী এক যুবককে এলোপাতাড়ি কোপাতে থাকে। এমন সময় এক নারী  আঘাত পাওয়া যুবককে বাচাতে এগিয়ে আসলে ওই ২ যুবক সরে পড়ে।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!