ওএমএস’র চাল কালোবাজারে বিক্রি, ছাত্রদল নেতাকে লাখ টাকা জরিমানা

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
এমদাদুল ইসলাম রকি

এমদাদুল ইসলাম রকি © সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে খোলা বাজারে পণ্য বিক্রির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার এমদাদুল ইসলাম রকিকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং সদরের বড়বাজারে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ডিলারের লাইসেন্স বাতিল ও এক লাখ টাকা জরিমানা করেন। এমদাদুল বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নে ওএমএসের চালের ডিলার এমদাদুল ইসলাম রকি। বানিয়াচং বড়বাজারে আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ৩০ টাকা কেজি দরে বিক্রি করে আসছিলেন। গত ৩ দিন ধরে তিনি এ কার্যক্রম পরিচালনা করছিলেন। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওএমএসের ৫০ কেজির পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এমদাদুল ইসলাম রকিকে জরিমানা করেন। 

বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ওএমএসের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে সেনাবাহিনী তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, এমদাদুল ইসলাম রকি বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত নন। যেহেতু তার নাম ছাত্রদলের সঙ্গে জড়ানো হয়েছে, আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেব।

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ
  • ০৭ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ফল প্রকাশ, কাটমার্ক ৫১.২৫
  • ০৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপের খবর জানতে চায় অধিদপ্তর
  • ০৭ জানুয়ারি ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
  • ০৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
ফুড ডেলিভারি দিতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারালেন বাংলাদেশি য…
  • ০৭ জানুয়ারি ২০২৬