‘অপারেশন ডেভিল হান্টে’ ৫৯১ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৮৬
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে চালানো অভিযানে গত ২৪ ঘন্টায় পর্যন্ত ১ হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ৬৮৬ জনকে সরাসরি অভিযানে এবং ১০৯৫ জনকে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলাবারুদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি পুলিশ লুটের চায়না রাইফেল, ২টি এলজি, ৪টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ এবং ২০টি ককটেল।
এছাড়া ৬টি চুরি, ১টি তলোয়ার, ১টি হাতুড়ি, ১টি ছুরি, ১টি শুটিং রেঞ্জ, ১টি প্রাস, ১টি সেলাই রেঞ্জ, ২টি লোহার পাইপ, ১টি কাটার এবং ৩টি কিরিচও উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, দেশব্যাপী অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।