স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইন্সট্রাক্টরকে মারধর

ইন্সট্রাকটর নাজমুল হুদা
ইন্সট্রাকটর নাজমুল হুদা  © সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের অভিভাবকরা ছাত্রীদের শ্লীলতাহানি করায় ইন্সট্রাক্টর নাজমুল হুদাকে মারধর করেছেন। গতকাল বৃহস্পতিবার  দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারে এ ঘটনা ঘটে। নাজমুল হুদা দুপুরে ওই বিদ্যালয়ে চিত্রাঙ্কন শেখানোর অযুহাতে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন তারা বিষয়টি তার শিক্ষিকাদের জানালে ঐ শিক্ষিকারা প্রধান শিক্ষক মোফাজ্জলকে জানান। 

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ভাঙ্গুড়া মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রী চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির প্রাকটিস করছিলো। তখন ইন্সট্রাকটর নাজমুল হুদা চিত্রাঙ্কন শেখানোর অযুহাতে ঐ ছাত্রীদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। তখন ঐ ছাত্রীরা বিষয়টি তাদের শিক্ষিকাদের জানান। ঐ শিক্ষিকা তাৎক্ষণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনকে অবগত করেন। তখন প্রধান শিক্ষক ঐ ইন্সট্রাকটর কে ডেকে বিষয়টা জানতে চাইলে তিনি বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে ঐ শিক্ষার্থীরা তাকে ক্ষমা না করে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। পরে অভিভাবকেরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে নাজমুল হুদাকে ব্যাপক মারধর করে। 

ঘটনার সত্যতা স্বীকার করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, ঘটনায় নাজমুল হোসেন তার ভুল স্বীকার করেন। তবে অভিভাবকেরা এসে তাকে মারধরও করেন।

ঘটনা সম্পর্কে অবগত আছেন জানিয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগ পেলে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence