লিফলেট বিতরণকারী সেই বিসিএস কর্মকর্তা মুকিব মিয়া গ্রেপ্তার

ঢাকায় লিফলেট বিতরণ করেন ‍মুকিব মিয়া
ঢাকায় লিফলেট বিতরণ করেন ‍মুকিব মিয়া  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে সম্প্রতি লিফলেট বিতরণ করেন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। এছাড়াও তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা এই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াছুর রহমানের বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনার পরই প্রতিক্রিয়া হিসেবে রাত ১০টার দিকে ক্যাম্পাসে আলাদা বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ