ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM

পাবনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করে নাশকতা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) ভোররাত থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া ক্যাম্প পাড়ার শাহজাহান খানের ছেলে ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন রেজা খান (৩২), চরতারাপুরের নতুন টাটিপাড়ার আক্কাস আলীর খানের ছেলে ও চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল এলাকার মুনু ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম (৩১), মৃত জনাব আলীর ছেলে তপু রায়হান (৩৫), বিল্লাল মৃধার ছেলে শাকিল মৃধা (১৭)। 

জানা গেছে, ২৪ জানুয়ারি রাত ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আতাইকুলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজার থেকে একটি মশাল মিছিল বের করে শ্রীকোল নতুন ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। ঘটনার পর পুলিশ শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। 

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল ঝটিকা মিছিল বের করে এলাকায় নাশকতা সৃষ্টির পাঁয়তারা করে। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৫৪ ভর্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬