ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

কোম্পানীগঞ্জের ইউএনও তানভীর ফরহাদ শামীম
কোম্পানীগঞ্জের ইউএনও তানভীর ফরহাদ শামীম  © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোন নম্বর ক্লোন করে মাদরাসার এক  শিক্ষকের কাছে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আজগর আলী দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল্লাহ বলেন, ‘সোমবার সকালে ইউএনওর সরকারি মোবাইল নম্বর থেকে উপজেলার চরফকিরা ইউনিয়নের আজগর আলী দাখিল মাদরাসার সহকারী প্রধান শিক্ষক শামসুল আরেফিনের কাছে একটি কল আসে। তখন ইউএনও পরিচয়ে তিনি ওই শিক্ষককে বলেন, সরকারিভাবে ল্যাপটপ দেওয়া হবে। বরাদ্দ পেতে আধা ঘণ্টার মধ্যে একটি বিকাশ নম্বরে ৯ হাজার টাকা দিতে হবে। পরে আমি মাদরাসায় এলে ওই ফোন নম্বরে কথা বলি। কিন্তু ফোনে ইউএনওর কণ্ঠ শুনে আমার সন্দেহ হয়। পরে সত্যতা যাচাইয়ের জন্য আমি ঘটনাটি সিএকে জানাই।’

আরও পড়ুন: ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, বিষয়টি ইউএনও অবহিত হলে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কতামূলক একটি স্ট্যাটাস পোস্ট করেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘ইউএনও কোম্পানীগঞ্জের সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়া হচ্ছে। সবাইকে সাবধান হতে এবং এ ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকতে অনুরোধ করছি।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, ‘কোনো প্রতারক চক্র তার সরকারি নম্বরটি ক্লোন করে এ প্রতারণার চেষ্টা করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছি।’


সর্বশেষ সংবাদ