গরুচোর সন্দেহে পিটিয়ে ২ জনকে হত্যা

অষ্টগ্রাম থানা
অষ্টগ্রাম থানা  © সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে পিটুনিতে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার মো. শাহজাহান (৪০) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের মো. নাসির (২৯)।

শনিবার (১৪ জুলাই) ভোরে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোর সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে পুলিশ। রাতের অন্ধকারে মহিষ চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

আরও পড়ুন: নোয়াখালীতে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

ওসি আরও জানান, দুজনের মধ্যে নিহত শাহজাহান চিহ্নিত গরুচোর, তার বিরুদ্ধে গরুচুরির একাধিক মামলা রয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ