সাতক্ষীরায় ছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষক আটক

০৬ নভেম্বর ২০১৮, ১১:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এই অভিযোগে কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি করছিল প্রধান শিক্ষক জাকির হোসেন। ছাত্রীর মা বেঁচে না থাকায় বিষয়টি বাড়িতে গিয়ে ভাই ও ফুফুকে জানায়। পরে ছাত্রীর ভাই ঘটনাটি স্কুলের অন্য শিক্ষকদের জানালেও কোনো পদক্ষেপ নেয়নি তারা।

সোমবার দুপুরে বিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানি করলে বিষয়টি ভাইকে জানায়। একপর্যায়ে ছাত্রীর ভাই বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্রীর ভাইকে বিদ্যালয়ে আটকে রাখে প্রধান শিক্ষক। এরপর স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশ এসে প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে কলারোয়া থানা পুলিশের ওসি মারুফ আহম্মেদ বলেন, শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ভিপিসহ শীর্ষ ৩ পদেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
নারী হল সংসদেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার
  • ০৮ জানুয়ারি ২০২৬
রাকিব তোমাকে আমরাই পরিকল্পিতভাবে পরাজিত করেছি: ফারুক হাসান
  • ০৮ জানুয়ারি ২০২৬
রইলো বাকি এক কেন্দ্র, জয়ের পথে কতটা ব্যবধান বাড়াল শিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম, জকসু হচ্ছে এটাই …
  • ০৭ জানুয়ারি ২০২৬