অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

২১ জুন ২০২৪, ০৮:৫৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
অপহরণকারী রিফাত হোসেন

অপহরণকারী রিফাত হোসেন © সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে অপহরণের ১৩ দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী রিফাত হোসেনকেও (২২) গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। রিফাত চাটখিল পৌরসভার ৮নং ওয়ার্ডের নুর নবীর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় প্রায় মো. রিফাত হোসেন উত্ত্যক্ত করতো। গত ৮ জুন সকালে ভুক্তভোগী স্কুলে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিষয়টি ভুক্তভোগীর পরিবার না জানতে পেরে খোঁজাখুঁজি করতে থাকে। তারপর গত ১৬ জুন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর বাবা জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, আমার মেয়েকে তিনবার বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে রিফাতসহ তার ৮ বন্ধু। আমি বিষয়টি বুঝতে পারিনি। সর্বশেষ স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। আমাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। এ ঘটনায় বাকি জড়িতদের আইনের আওতায় না আনলে আমাদের বড় ক্ষতিও হয়ে যেতে পারে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমি পুলিশের সহযোগিতা কামনা করছি।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গতকাল ২০ জুন অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত তরুণী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে এবং অপহরণকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

নকলের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থীকে বহিষ্…
  • ০৫ জানুয়ারি ২০২৬
২২ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৫০তম বিসিএসের আবেদন
  • ০৫ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা সুরভীকে নিয়ে পোস্ট আসিফ নজরুলের
  • ০৫ জানুয়ারি ২০২৬
‘মা, টাকা দিই নাই এজন্য এসআই ফারুক রিমান্ড চাইছে’
  • ০৫ জানুয়ারি ২০২৬
আকিজ বেকারস নিয়োগ দেবে রিজিওনাল ম্যানেজার, আবেদন স্নাতক পাস…
  • ০৫ জানুয়ারি ২০২৬
হারের ‘হালি পূরণ’ নোয়াখালীর, জয়ে ফিরল সিলেট
  • ০৫ জানুয়ারি ২০২৬